December 22, 2024, 5:56 am
কে এম সোহেব জুয়েল :- বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠজাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের জসিম মাওলানার দাখিল মাদ্রাসা হয়ে পূর্ব ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যাওয়ার এক মাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় থাকায় চলাচলে জন দুর্ভোগে পরতে হয়েছে ওই এলাকার প্রতিনিয়ত চলাচলের হাজারো মানুষের।
স্হানিয় বাসিন্দা মো: মিজানুর রহমান জানান ওই সড়ক থেকে প্রতিনিয়ত কয়েক শত শিক্ষার্থীদের ইসলামপুর দাখিল মাদ্রাসা ও পূর্ব ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এসে জ্ঞান শিক্ষা অর্জন করেন। রাস্হার বেহাল দশার কারনে বিদ্যালয় যেতে কচিকাচা শিক্ষার্থীরা চলার পথে প্রতিনিয়তই উপচে পরে দুর্ঘটনার শিকার হচ্ছেন।
এ ছাড়াও প্রতিনিয়তই ইজিবাইক, মটর সাইকেল সহ ছোট খাট যানবাহনে চলাচলের যাত্রীরা দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব জীবন কাটাতেও দেখা গেছে।
কেউবা আবার দুর্ঘটার শিকার হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তাদের চিকিৎসা করাতে গিয়ে সহায় সম্বল হারিয়ে পথেও বসছেন অনেক পরিবারের লোকজন।
নির্বাচনকে সামনে রেখে এই সড়কটি অতি জরুরী ভিত্তিতে পাকা করন করে জন দুর্ভোগ এড়াতে স্হানীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু সহ এই সড়কের সাথে জড়িত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী ও ভুক্তভোগী লোকজন।