September 17, 2024, 1:30 am
আরিফুর রহমান মাদারীপুর:
মাদারীপুরের কালিকাপুর দুর্গতি এলাকায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে আপন ভাইয়ের সাথে দ্বন্দ্বে রিমা (২৫)কে ও তার ৮ মাসের নবজাতক শিশু সাজিদ কে ও মনি আক্তার (১৬) নামে এক কিশোরীকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আপন ছোট ভাই সোনা মিয়ার হওলাদায়ের বিরুদ্ধে।
মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের পশ্চিম দুধখালীর দুর্গতি এলাকায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ছোট ভাই সোনা মিয়ার সাথে দীর্ঘদিন যাবত বাবার সম্পত্তি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব হয়ে আসছিল পরে স্থানীয় সালিশি মীমাংসা করে দিয়ে ৭ লাখ টাকা দিতে বলে বড়ো ভাই সিরাজুল হওলাদারকে। পড়ে তাঁদের কথা মত ছোট ভাই সোনা মিয়া কে ৪ লাখ টাকা দেয়ার । বাকি আরও তিন লাখ টাকার জন্যই শুক্রবার আনুমানিক দুপুর ১২ টার দিকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে নৃশংস এই ঘটনা ঘটায় আপন ছোট ভাই সোনা মিয়া।
জানা যায় সিরাজুল ইসলাম ও সোনা মিয়া আপন দুই ভাই সোনামিয়া দীর্ঘদিন দেশের বাইরে থাকেন দেশে এসে বাবার সম্পত্তির নিয়ে তাদের মধ্যে বিভিন্ন সময়ে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে এ নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আপোষ মীমাংসা করে দিলেও বড় ভাই ও তার পরিবারের প্রতি চরম আক্রোশ ও ক্ষোভ থেকে যায় আর এই ক্ষোভ,আক্রোশেই বড় ভাইয়ের ভায়রার মেয়ে রিমা মনি(১৬) বেড়াতে আসলে তাকেও এলোপাথাড়ি কোপায় , এছাড়া বড় ভাইয়ের বউ রিমা আক্তার (২৫ )কে একাধিক কোপদেয় তার শরীরে বিভিন্ন জায়গায় এছাড়া তাদের নবজাতক ৮মাসের শিশু সাজিদকে ও রামদা দিয়ে কুপিয়ে ফুসফুসে বের করে দিয়েছে বলে জানান সাজিদের বাবা সিরাজুল ইসলাম হওলাদার
আহত তিনজনকে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে মেডিক্যাল কালেজ হাসপাতাল
মাদারীপুরের সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তাদের অবস্থা গুরুতর তাই তাদেরকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে
ভুক্তভোগী সিরাজুল ইসলাম বলেন আমার স্ত্রীকে বেধড়ক কুপিয়েছে আমার সন্তানকে ফুসফুসে বের করে দিয়েছে পেটের উপরে কোপ দিয়ে, আমার স্ত্রী সন্তানসহ তিনজনের অবস্থা খুবই গুরুতর, এই হাসপাতালে চিকিৎসা করতে পারি নাই ফরিদপুর নিয়ে যাইতেছি। ডাক্তার বলছে ফরিদপুর নিয়ে জান।আমি বিচার চাই সঠিক বিচার চাই।
মাদারীপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার হোসেন বলেন
এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি সহায়তা দেয়া হবে।
আরিফুর রহমান।