January 15, 2025, 8:33 am
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ ২০ আগস্ট,রোববার ২০২৩, পুলিশ লাইন্স একাডেমী নীলফামারী এর আয়োজনে জাতীয় শোক দিবস-২০২৩ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে পুলিশ লাইন্স একাডেমি নীলফামারীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উক্ত আনুষ্ঠানিক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম সবুর, পিপিএম-সেবা সুযোগ্য পুলিশ সুপার নীলফামারী ও সভাপতি, পুলিশ লাইন্স, একাডেমি নীলফামারী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার, নীলফামারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তোফায়েল আহমেদ, প্রধান শিক্ষক, পুলিশ লাইন্স একাডেমি, নীলফামারী।
এছাড়া উপস্থিত ছিলেন মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) নীলফামারী; খান মোঃ শাহরিয়ার, অফিসার ইনচার্জ, নীলফামারী থানা, নীলফামারী; পুলিশ লাইন্স একাডেমি নীলফামারী এর ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।