October 9, 2024, 6:18 pm
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ২০১২সালের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার মূলহোতা আসামী হারুনুর রশিদ-কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে উলিপুর থানার একটি পুলিশের চৌকস টিম।
কুড়িগ্রাম জেলার উলিপুর থানার বজরা ইউনিয়নের সাদুয়াদামার হাট নামক চরাঞ্চলে জমি দখলের ঘটনা কে কেন্দ্র করে গত ২০১২সালে ভিকটিম আব্দুল মজিদ এবং মোক্তার আলী খুন হয়। এরই ধারাবাহিকতায় সেই সময় উলিপুর থানায় হত্যা মামলা রুজু হয়। সেই সূত্র ধরে মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী মোঃ হারুনুর রশিদ প্রায় দীর্ঘ এক যুগ থেকে গ্রেফতারের ভয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করে এবং কিছুদিন পরপর তার অবস্থান পরিবর্তন করে। উলিপুর থানা পুলিশ দীর্ঘ সময় ধরে উক্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করাসহ গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে। এক পর্যায়ে উলিপুর থানার একটি চৌকস টিম চট্টগ্রাম জেলার চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় র্যাবের সহায়তায় (২০আগস্ট) আনুমানিক সকাল ৮টা ৫মিনিটে জোরা খুনের মামলার মূলহোতা উলিপুর গুনাইগাছ কাঁঠালবাড়ি এলাকার মোঃ হারুনুর রশিদকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে উলিপুর থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, উলিপুর থানার ২০১২সালের জোরা খুন মামলার মূলহোতাকে উলিপুর থানার দীর্ঘদিনের চেষ্টায় অদ্য রোববার পুলিশ ও র্যাবের যৌথ কর্মপ্রচেষ্টায় চট্টগ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই ধারাবাহিক যৌথ কর্মপ্রচেষ্টা অব্যহত থাকবে।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, কুড়িগ্রামে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার আসামী রশিদ কে চট্টগ্রাম থেকে উলিপুর থানার একটি পুলিশের চৌকস টিম গ্রেফতার করেছে। মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সর্ব-সাধারণকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মাদকের সঙ্গে কোনো আপোস নেই। জেলায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের গ্রেফতার করতে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে।