September 10, 2024, 6:49 am
বি এম মনির হোসেনঃ-
শিখরে উঠেও শিকড় ভুলে যাননি ব্যারিস্টার মনির হোসেন, বরিশাল জেলার গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের প্রয়াত আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সির ছোট ছেলে ব্যারিস্টার মনির হোসেন।বর্তমানে তিনি স্ব-পরিবারে লন্ডন প্রবাসী। তিনি প্রবাসে থাকাকালীন তাঁর বাবা দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বাবাকে চিকিৎসা করিয়েছেন দেশের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠানে। সেই অসুস্থ সময়ে তাঁর বাবার স্বপ্ন ছিল গ্রামে একটি হাসপাতাল করা।আজ তাঁর বাবা বেঁচে নেই কিন্তু বাবার স্বপ্নকে তিনি বাস্তবায়িত করেছেন। শৈশবে যে গ্রামে তিনি বেড়ে উঠেছেন যে গ্রামের আলো বাতাসে তাঁর স্মৃতি জড়িয়ে আছে সেই প্রত্যন্ত গ্রামে গড়ে তুলেছেন আধুনিক হাসপাতাল। নামকরণ করেছেন তাঁর বাবার নামে “আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সি হাসপাতাল”। এখানে গ্রামের সাধারণ মানুষ স্বল্প খরচে নিতে পারবেন উন্নত স্বাস্থ্যসেবা।গতকয়েক মাস আগে অনাড়ম্বর ভাবে এর শুভ উদ্বোধন হলেও আগামী ২২শে আগষ্ট বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার এবং বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানের উপস্থিতিতে বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে জমকালো উদ্বোধন হতে যাচ্ছে। সকাল ৯ টায় শুরু হয়ে এ কার্যক্রম চলবে দিনব্যাপী। ইতিমধ্যে সাকিব আল হাসান এর আগমন উপলক্ষে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।অধিনায়ক সাকিব আল হাসানের সান্নিধ্য পেতে এবং বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিতে ব্যারিস্টার মনির হোসেন সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।