December 22, 2024, 5:55 am
স্টাফ রিপোর্টার:- নিরেন দাস
হাজার বছরের সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের স্মরণে এবং দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে জয়পুুরহাটের আক্কেলপুরে প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৭ আগস্ট) বিকেলে কলেজ বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আক্কেলপুর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে এবং পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনায়েতুর রহমান আকন্দ স্বপনের সভাপতিত্বে, এ প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ভয়াল আগস্টের নির্মম ইতিহাস তুলেধরে জরিত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও তীব্র প্রতিবাদ জানিয়ে উপস্থিতি বক্তব্য রাখেন, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলী,পৌর মেয়র মো.শহীদুল আলম চৌধুরী,সাবেক আওয়ামী লীগ নেতা ও প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক,বীর মুক্তিযোদ্ধা শহিদুল কবিরাজ,আওয়ামী লীগ নেতা হাফিজার ডিলার,আওয়ামী লীগ নেতা বাবু শিবন্দ্রনাথ,আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মিঠু,বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম,পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিবর রহমান,আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন,উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছিয়া খানম শম্পা, গোপীনাথপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,জাতীয় সংসদের হুইপ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি’র ব্যক্তিগত সহকারী ও জয়পুুরহাট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান সৈকত,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ শাকিল,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাদ্দাম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সোহেল,গোপীনাথপুর ইউপি ছাত্রলীগের সাবেক সভাপতি মো.ওয়ালিউল পেস্তা প্রমুখ।
এতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে।