January 15, 2025, 12:03 pm
রফিকুল ইসলাম ,
নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ ¯ স্লোগানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ২০২৩- ২০২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন সরকারি/ বেসরকারি/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার সময় রাঙ্গাবালী উপজেলা মৎস্য দপ্তর এর উদ্যেগে বিভিন্ন সরকারি/ বেসরকারি/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩শত কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালেক মুহিদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
সাইদুজ্জামান মামুন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী আহম্মেদ, জেলা পরিষদ সদস্য মোঃ মশিউর রহমান শিমুল, উপজেলা মেরিন ফিসারী অফিসার এস এম শাহাদাত হোসেন প্রমূখ।