December 21, 2024, 2:29 pm
ষ্টাফ রিপোর্টারঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধানপৃষ্টপোষক বেগম রওশন এরশাদ এমপির নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহ সদর উপজেলা
জাতীয় পার্টিকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী করতে সদর উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটির অনুমোদন দিয়েছে ময়মনসিংহ জেলা কমিটি।
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি এবং জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে
মোঃ ইদ্রিস আলীকে সভাপতি ও মোঃ গিয়াস উদ্দিন দুলালকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা জাতীয় পার্টির এই কমিটি অনুমোদন দিয়েছেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল গফুর ও সদস্য সচিব মোশারফ হোসেন।
বুধবার (১৬আগষ্ট) রাতে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোশারফ হোসেন তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিষয়টি নিশ্চিত করে জানান- নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে এক হয়ে ঐক্যবদ্ধভাবে সকলকে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করার জন্য নির্দেশনা দিয়েছেন বেগম রওশন এরশাদ এমপি।
অপরদিকে নবগঠিতে কমিটির সভাপতি ইদ্রিস আলী ভাই ও মোঃ গিয়াস উদ্দিন দুলাল সাধারণ সম্পাদক পদে মনোনীত হওয়ায় দুই দক্ষ সাংগঠনিক নেতা ঐক্য হয়ে সংগঠনকে তরান্বিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করে দুই নেতাকে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করায় মাননীয় বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি মহোদয় কে কৃতজ্ঞতা জানান ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টি ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও ময়মনসিংহের উন্নয়নের কারিগর বেগম রওশন এরশাদ এমপি, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোশাররফ হোসেনকে কৃতজ্ঞতা জানানোসহ নবগটিত সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইদ্রিস আলী এবং সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন দুলাল কে বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন দলীয় নেতাকর্মীরা।