September 10, 2024, 4:21 pm
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সাদুল্লাপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছেন।
বৃহস্পতিবার দিবাগত-রাতে পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের সার্বিক দিক-নির্দেশনায় থানা অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ও তদন্ত ওসি মোঃ সিদ্দিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও জুয়া বিরোধী রাত্রীকালিন অভিযান পরিচালনা করেন।
অভিযানে পুলিশ ওয়ারেন্ট মূলে উপজেলার দশলিয়া গ্রামের মৃত নুরুদ্দিন আহমেদের ছেলে রতন মিয়া ওরফে সাইদার রহমান রতন ওরফে শফিউল, কিসামত বাগচী গ্রামের আব্দুল জলিলের ছেলে মশিউর রহমান, চরদড়িয়া পাতুল্যাকুড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রনজু মিয়া,
আব্দুল করিম ও কুঞ্জ মহিপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে জামির মিয়া (২৪) কে গ্রেফতার করে পুলিশ।
এব্যাপারে তদন্ত ওসি মোঃ সিদ্দিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।