April 27, 2025, 11:35 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কংকন মন্ডল নামে এক শিক্ষার্থীর করুণ মত্যু হয়েছে। কংকন পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের শ্যামল মন্ডল এর ছেলে ও টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদ্বশীরা জানান, কংকন বাইসাইকেল যোগে মঙ্গলবার বিকাল সাড় ৫টার দিকে বাড়ি যাচ্ছিল। এ সময় পিচেরমাথা সংলন্গ (সায়েদ এর মিল) পর্যন্ত পৌছালে খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী যাত্রীবাহী বাস কংকনকে ধাক্কা দিলে সে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃতু ঘোষণা করেন।