October 13, 2024, 6:27 am
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৫নং বুড়াবুড়ি ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারেক হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়।
এ সময় পরিষদের হিসাব সহকারী মো. আনিছুর রহমান, ইউপি সদস্য আবু কালাম আজাদ, আতাউর রহমান, শামীম হোসেন, মিজানুর রহমান, তারিফ হোসেন প্রধান, রাইতু হক, আনতাজুল ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আনোয়ারা, ফাতেমা, উদ্যোক্তা সুহেল রানাসহ গ্রাম পুলিশ এবং সেবা গ্রহীতা ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
মুহম্মদ তরিকুল ইসলাম