September 18, 2024, 8:54 am
পুঠিয়া, (ডরাজশাহী)প্রতিনিধি ঃ পুঠিয়া এক ভিক্ষুকের বাড়ি ভাংচুরও লুটপাটএবং বাসস্থান পুড়িয়ে দেওযার অভিযোগ উঠেছে।
এসময় ভিক্ষুক জাহানারা বেওয়া (৭০) সহ তার প্রতিবন্ধি দুই মেয়েকে মারধোর করা হয়।
সোমবার (১৪ আগস্ট) সকাল ৯টায় উপজেলা ভালুকগাছি ইউনিয়নের রাঙামাটি গ্রামে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগি জাহানার বেওয়ার ছেলে আনোয়ার হেসে ন জানান, পাশ্ববর্তী হাড়োগাথি গ্রামের শহীদ, হারে শ ও মালেকের সাথে আমার মায়ের নামে বসত ভিটার জমি নিয়ে তাদের সাথে বিরোধ চলছিলো।
সোমারব সকালে শহীদ, হারেশ ও মালেকসহ প্রায় ৩০ থেকে ৪০ জন আমার মায়ের বসভিটায় হামলা
চালিয়ে মাসহ দুই প্রতিবন্ধি বোনকে মারধোর করে বসত ভিটার একটি ঘর ও রান্নাঘর ভাংচুর করে।
এসময় ঘরে থাকা জিনিপত্র তারা লুটপাট করে নিয়ে যায়। পরে ৯৯৯ ফোন দিলে পুঠিয়া থানার পুলিশ আসলে তার পালিয়ে যায়।
এসময় আমার মা ও দুই বোনকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এছাড়াও গত তিনদিন আগে আমাদের একটি ঘর তার পুড়িয়ে দেয়। ঘর পুড়ানোর বিষয়ে পুঠিয়া থানা য় জাহানারা বেওয়া একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, ৯৯৯ ফোন পেয়ে পুঠিয়া থানার পুলিশ ঘটনা স্থালে পৌঁছায়।
এছাড়াও ভুক্তোভোগিদের থানায় অভিযোগ দেওয়ার কথা জানান এ কর্মকর্তা।#
মাজেদুর রহমান( মাজদার)