September 19, 2024, 11:59 pm
মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর- এ- আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আশিকুর রহমান, জাহাঙ্গীর আলম, শহীদুল্লাহ্, মুকুল চন্দ্র বর্মণ, মোঃ রিপন আলী, বিপ্লব হাসান মদিনা,মোঃ আব্দুর রহমান প্রমূখ। পরে প্রধান শিক্ষকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক নির্দেশনা প্রদান করা হয়।