October 5, 2024, 3:24 pm
জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ সফল করার লক্ষে দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রাতে পৌর শহরের নতুন বাজারে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শ্রী শিবেশ কুন্ডুর সভাপতিত্বে, বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য মো. শিবলী সাদিক এমপি।
এসময় সংসদ সদস্য শিবলী সাদিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের পটভূমি উল্লেখ করে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের প্রতি গুরুত্বারোপ করেন এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সফল করতে সকল স্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, রহমত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খায়রুল আলম (মুকুট), উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম প্রমুখ। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।