September 27, 2023, 8:37 am
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ধান কাটাইমারিতে কম্বাইন হারভেস্টারের চাহিদা দিনদিন বেড়েই চলেছে।
জানা গেছে,সুন্দরগঞ্জ উপজেলা দ্রুত কৃষি যান্ত্রিকীকরণ হচ্ছে কৃষক মহলে। আজকাল কম্বাইন হারভেস্টারের সাহায্যে আউশ ধান ( জাতঃ ব্রি ধান ৪৮) কর্তনসহ প্রতি মৌসুমে সব ধরনের ধান কাটাইমারিতে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কেটে নিতে আগের তুলনায় বর্তমানে কৃষক বেশি আগ্রহী হয়ে পড়ছে। এই যন্ত্রের সাহায্যে একই সাথে ধান কাটা, ধান মাড়াই ও ঝাড়াই করা যায়। এতে করে কৃষকের অনেক সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হচ্ছে। একারণে কৃষির বাণিজ্যিক ধারনা দ্রুত সম্প্রসারণ হচ্ছে বলে জানা যায়। বুধবার উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামে কম্বাইন হারভেস্টারের দিয়ে কাটা পরিদর্শন করতে যান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মিজানুর রহমান, উপ-সহকারি কৃষি অফিসার মুশফিকুর রহমান, মিজানুর রহমান মণ্ডল প্রমূখ। এর আগে উপজেলার ছাপরহাটি ইউনিয়নে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় মালটা ফল পরিদর্শন করতে যান ওইসব অফিসারগণ।