July 30, 2025, 2:49 pm
বরগুনা প্রতিনিধি :
বরগুনার তালতলীতে ৯ আগস্ট বুধবার আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে “আত্মানিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে
সকাল ১০টায় রাখাইন সম্প্রদায়ের নারী ও পুরুষ মিলে বিশাল এক র্যালী কবিরাজ পাড়া প্রদক্ষিন শেষে কবিরাজ পাড়া কমিউনিটিসেন্টারে শেষ হয়। কমিউনিটি সেন্টার হল রুমে মিসেস: উচোমে(চান্দা) এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, সিনিয়র অডিটর( অব:)মিস্টার মংখেন হান,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাকাটা ইউপি চেয়ারম্যান ফরাজী মোহাম্মদ ইউনুচ সভায় বক্তব্য রাখেন,রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও তালতলী প্রেসক্লাবের সহ-সভাপতি মি:মংচিন থান, ইউপি সদস্য মোসাম্মৎ নুরজাহান বেগম, সি.সি.ইউ ফেডারেশনের সভাপতি মিস্টার মংথিনজো,কবিরাজ পাড়া শীল সুখ বৌদ্ধ বিহারের সভাপতি মিস্টার জোলেন, সমাজসেবক মাসুদ রানা,আর এসডিও পিও মিস্টার মংথানচো(জোজো),নারী উন্নয়ন কেন্দ্রের সাধারন সম্পাদিকা মিসেস:চিনেউ প্রমূখ।
এ সময় বক্তারা সরকারের কাছে জাতিসংঘ ঘোষিত ৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা ।সমতলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন, রাখাইন ছাত্র-ছত্রীদের জন্য রাখাইন ভাষা শিক্ষার ব্যাবস্থা, তাদের সংস্কৃতির সংরক্ষণ ও সংস্কারের জন্য তালতলীতে রাখাইন বৌদ্ধকৃষ্টি একাডেমি পূনঃ প্রতিষ্ঠা,রাখাইনদের প্রতি মিথ্যা মামলার দ্রুতগতিতে প্রত্যাহারের দাবি,রাখাইনদের ভূমি ও সাংস্কৃতিক ঐতিহ্য বিপর্যয় সৃষ্টিকারীদের শাস্তির বিধান রাখার দাবি জানান|
মংচিন থান
বরগুনা প্রতিনিধি