July 12, 2025, 9:08 pm
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ইতোমধ্যে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে ইছামতি নদীর ডহরি তালতলা খালে এ ঘটনা ঘটে।
লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কায়েস আহম্মেদ জানান, শনিবার রাতে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলারডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলারটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। উদ্ধার অভিযান অব্যাহত আছে।