October 4, 2023, 12:15 am
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা থানা পুলিশের অভিযানে পরোয়ানা ও নিয়মিত মামলার ১২ আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, চাঁদখালী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আবুল হাসান(৪০), কাওলী গ্রামের হানিফ গাজী(১৮), কালীদাশ পুর গ্রামের সহিদুর রহমান(৩৩), রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের আবুল কালাম সরদার(৪৪), কপিলমুনি ইউনিয়নের আফসার আলী বিশ্বাস(৩৮), গড়ুইখালী ইউনিয়নের কুমখালী গ্রামের আলাল শেখ(৫৫), গড়ের আবাদ গ্রামের শহিনুর রহমান(৬০) ও স্ত্রী মনোয়ারা বেগম(৪২), হরি ঢালী ইউনিয়নের সলুয়া গ্রামের আজিজুর ফকির ও গোলাম আজম, সোনাতন কাটি গ্রামের বাবু গাজী(৪৫), গদাইপুর ইউনিয়নের বাইশার আবাদের মাসুদ ফকির(৩৩)কে গ্রেফতার করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতের অভিযানে বিভিন্ন ইউনিয়ন থেকে ১২ গ্রেফতারী পরোয়ানার আসামিকে গ্রেফতার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।