September 27, 2023, 8:13 am
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসারকে মাননীয় প্রধানমন্ত্রীর পদক প্রদান করায় অফিসার্স ক্লাবের সংবর্ধনা ।
জানা গেছে, গেল মাসের ৩১ জুলাই সকাল ১১.৩০ মিনিটে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে সুন্দরগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদকে মানবসম্পদ উন্নয়ন ক্যাটাগরীতে বিশেষ ভূমিকা রাখায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই উপস্থিত থেকে “বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩” হাতে তুলে দেন।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সুন্দরগঞ্জ অফিসার্স ক্লাবের পক্ষ হতে ওই অফিসারকে সংবর্ধনা দেয়া হয়। এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ- আলম, কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির, প্রাণী সম্পদ অফিসার ফজলুল করিম, প্রকল্প বাস্তবায়ন অফিসার ওয়ালিফ মণ্ডল, জনপ্রকৌশলী অফিসার খোকন রানা প্রমূখ। সুন্দরগঞ্জের মুখ উজ্জ্বল করে পদক প্রাপ্তিতে আবুল কালাম আজাদকে সবাই ধন্যবাদ জানান।