October 4, 2023, 12:41 am
(রিপন ওঝা, খাগড়াছড়ি)
প্রথম আলোর দীঘিনালা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য পলাশ বড়ুয়া (৪৫) বুধবার বিকেলে ঢাকার সমরিতা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আজ ২আগস্ট রোজ বুধবার চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান বলে নিশ্চিত করেছেন স্বজনরা।
উল্লেখ্যে যে, গত সোমবার সন্ধ্যার দিকে সাংবাদিক পলাশ বড়ুয়া হঠাৎ হিটস্ট্রোক করে। তাৎক্ষণিক প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তারপর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেদিনই রাতে উন্নত চিকিৎসার জন্য পলাশ বড়ুয়াকে চট্টগ্রামের বিভাগীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছিলো।শারীরিক অবস্থার অবনতি হলে পলাশ বড়ুয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সমরিতা প্রাইভেট হাসপাতালে আইসিইউ তে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যার দিকে মারা যান বলে নিশ্চিত করেছেন স্বজনরা।
পলাশ বড়ুয়া(৪৫) দীর্ঘ দুইযুগ ধরে সাংবাদিকতার পাশাপাশি একাধারে কবি ও সাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন। সাংবাদিক পলাশ বড়ুয়া স্ত্রী ও দুই পুত্র সন্তান, ভাই-বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একাধিক সামাজিক সংগঠনের সমন্বয়ক ছিলেন। উপজেলার বাসীর কাছে মানবিক কলম যোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন।
অহংকারহীন,নির্লোভী, সদালাপী, বিনয়ী, কবি ও সাংবাদিক পলাশ বড়ুয়ার মৃত্যুতে মহালছড়ি উপজেলা প্রেসক্লাব পরিবার গভীর শোক প্রকাশ করেছেন।