September 26, 2023, 5:59 am
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা।। বানারীপাড়া উপজেলার বাইশারীর কচুয়া গ্রামের খালে ডুবে যাওয়া শিশুকে উদ্ধার করতে গিয়ে খালুর ও মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে ৩১ জুলাই সোমবার দুপুর ২টার দিকে উপজেলার মহিষাপোতা গ্রামের মো. আলাউদ্দীনের মেয়ে ফাতেমা(৪) কচুয়ার নানা বাড়িতে বেড়াতে আসে। সে পাশ্ববর্তী খালে গোসল করানোর সময় খালে ডুবে যায়। এ সময় শিশুটির খালু কাইয়ুম ফকির (৩৫) তাকে উদ্ধার করতে খালে ঝাপ দেয়। এ সময় দুজনেই পানিতে ডুবে ঘটনা স্থানে তলিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেল ৫ টার দিকে তাদের উদ্ধার করে। এ সময় তারা বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহত কাইয়ুম ফকিরের বাড়ি উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মালিকান্দা গ্রামে।
এদিকে এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। #