September 27, 2023, 7:37 am
গাইবান্ধা থেকেঃ
দেশব্যাপী বিএনপির অগ্নিসন্ত্রাস,নৈরাজ্য, অরাজকতা ও সহিংস ঘটনার প্রতিবাদে আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের মত গাইবান্ধার সুন্দরগঞ্জেও আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আওয়ামীলীগ ও তার সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মীর অংশ গ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসের আফরুজা বারী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, সহ-সভাপতি সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি, শফিউল ইসলাম আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, সাবেক দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল প্রমুখ।