September 27, 2023, 7:57 am
ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
পাইকগাছায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের গ্রুপ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে টুর্ণামেন্টের প্রথম ও দ্বিতীয় রাউন্ড এবং কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বঙ্গমাতা গ্রুপে গড়ইখালীর বগুলার চক, লতার হাড়িয়া খাসমহল, গদাইপুরের পুরাইকাটী এবং কপিলমুনির হাউলী প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা সেমি-ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। অপরদিকে বঙ্গবন্ধ গ্রুপে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদখালীর কাওয়ালী আদর্শ গ্রাম, হরিঢালীর সলুয়া রামনাথপুর ও লতার মুনকিয়া অমরকানন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা সেমি-ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউআরসি ইনস্ট্যাক্টর ইমান উদ্দীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মির্জা মিজানুর রহমান, শেখ ফারুক হোসেন, আছাদুজ্জামান, দেবাশীর্ষ দাশ, ঝংকার ঢালী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি এসকে আছাদুল্লাহ মিঠু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন, খলিলুর রহমান, কোহিনুর ইসলাম, দিপক কুমার, বিজন কান্তি বিশ্বাস, মহসিন আযম, অহিদুল ইসলাম, আলমগীর আলম, এস এম আমিনুর রহমান লিটু, ললিতা নাথ ও সাংবাদিক মাজহারুল ইসলাম মিথুন। বৃহস্পতিবার সকালে একই মাঠে সেমি-ফাইনাল ও বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।