September 27, 2023, 8:58 am
এম এ আলিম রিপনঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে পাবনার সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে মৎস্য অধিদপ্তর কর্তৃক গ্রহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নাজমুল হুদা,গণমাধ্যমকর্মী আব্দুস শুকুর,মোহাম্মদ আলী, এম মনিরুজ্জামান ও এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান ২৪-৩০ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের সকল কার্যক্রম উপস্থিত সকলের সম্মুখে তুলে ধরে জাতীয় মৎস্য সপ্তাহ সফল করার লক্ষ্যে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।