September 27, 2023, 8:25 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না পেরে শাম্মী সুলতানা (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর অসুস্থ শাম্মী সুলতানাকে উপজেলা রাহুথড় উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলার রাজপাট ডিগ্রি কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আত্মহত্যার চেষ্ঠাকারী কলেজ ছাত্রী শাম্মী সুলতানা রাজপাট ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের মৃত মিনজুর মোল্যার মেয়ে।
ওই কলেজছাত্রীর মা আলেয়া বেগম জানান, তার মেয়ে এইচএসসির নির্বাচনী পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় খাতা পুনঃমূল্যায়নের জন্য শাম্মী সুলতানা কলেজে যায়। কলেজ অধ্যক্ষ মনিরুজ্জামান তাকে খাতা পুনঃমূল্যায়নের সুযোগ না দিয়ে উল্টো দুর্ব্যবহার করেন। ফরম পূরণে অস্বীকৃতি জানান।
পরে সে কলেজের অফিস কক্ষ থেকে বেরিয়ে ক্ষোভে কলেজ গেটের সামনে গিয়ে গুল (তামাকের গুড়া) খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার সহপাঠীরা বিষয়টি দেখতে তাকে উদ্ধার করে উপজেলার রাহুথড় উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করে।
এ বিষয় রাজপাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মনিরুজ্জামানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘ওই ছাত্রী সাথে আমার দেখা বা কথা কোনটাই হয়নি। ঘটনার সময় আমি পুলিশ প্রহরায় ছিলাম। আমার সাথে দেখা করার তো কোন সুযোগই ছিল না।’
এ ব্যাপারে কাশিয়ানী থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ আলম বলেন, এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না পেরে শাম্মী সুলতানা নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই ছাত্রী পরিক্ষায় অকৃতকায্য হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। #