July 30, 2025, 11:11 pm
ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
খুলনার পাইকগাছায় অস্ত্র গুলি মামলার ১৭ বছর সাজার আসামি আবুল হোসেন ওরফে পঁচা ওরফে হঠাত বাবু (৪৫) কে পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার প্রতাপ কাটি গ্রামের আজিজ গাজীর ছেলে। গত ২০১০ সালে পাইকগাছা থানাপুলিশের হতে অস্ত্র গুলি সহ গ্রেফতার হয়। গত ২৭ জুন খুলনা দায়রা জজ আদালত তাকে অস্ত্রর জন্য ১০ ও গুলির জন্য ৭ বছর মোট ১৭ বছর সশ্রম করাদন্ড দেন। তিনি ২০১০ সাল থেকে পালাতক ছিলো। শনিবার রাতে তাকে নিজ বাড়ির পাশে দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, রোববার সকাল আটক সাজার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।