September 23, 2023, 6:26 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটর সাইকেলের ধাক্কায় জাফর আলী মুন্সী (৬২) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন।
আজ রোববার (২৩ জুলাই) ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এরআগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার টুকু বাজারে এ দূর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান মো: শরিফুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত অবসরপ্রাপ্ত শিক্ষক জাফর আলী মুন্সী কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত তাহাজ্জেদ হোসেন মুন্সির ছেলে।
পরিদর্শক খান মো: শরিফুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে কাশিয়ানী উপজেলার টুকু বাজারে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন জাফর আলী মুন্সী। এসময় দ্রুতগামী একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে মারাত্মক আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তিনি মারা যান।
পরিদর্শক আরো জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই ওই শিক্ষকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছে। মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। #