September 30, 2023, 12:26 pm
(রিপন ওঝা,খাগড়াছড়ি)
খাগড়াছড়িতে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি) বলেন ১৮ জুলাই বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বিএনপি-জামায়াত এ বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে অভিযোগ করা হয়।উক্ত ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করে এহেন ঘটার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো ১৮ ও ১৯ জুলাই সরকারের উন্নয়ন ও সফলতা জনগনের সামনে তুলে ধরার লক্ষে খাগড়াছড়ি আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাতে বিএনপি-জামাত ও চরমোনাই এর সন্ত্রাসী গুন্ডা বাহিনী বর্বরোচিত হামলা চালিয়ে ৫০ জন নেতাকর্মীকে মারাত্মকভাবে আহত করেছে বলে অভিযোগ করা হয়।
উল্লেখ্য, পূর্বের নির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার ১৮ জুলাই সকাল ১০.৩০টার দিকে বিএনপি-আওয়ামী লীগের মুখোমুখি সংঘর্ষে পুরো খাগড়াছড়ি শহর রণক্ষেত্রে পরিণত হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে আক্রমণাত্মক হয়ে উঠে উভয় পক্ষের নেতাকর্মীরা। এতে সাংবাদিক, পুলিশসহ বিএনপি-আওয়ামী লীগের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী আহত হয়।
এছাড়া উত্তেজিত বিএনপির নেতাকর্মীরা খাগড়াছড়ি পৌর সভায় ব্যাপক ভাংচুর চালায়। এসময় বিএনপির নেতাকর্মীরা বঙ্গবন্ধুর মোড়াল পৌর ভবনের গ্লাস, অফিস কক্ষ ও বাহিরে পার্কিংএ রাখা বেশকিছু মোটর সাইকেল ভাংচুর করে এবং প্রায় ৮-১০ টি মোটর সাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়।
উক্ত সংবাদ সম্মলনের সময়ে জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সদর উপজেলা আ.লীগের সভাপতি সঞ্জীব ত্রিপুরা, সা. সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, পৌর সম্পাদক পরিমল দেবনাথ সহ জেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আ”লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।
বিএনপি কর্তৃক সন্ত্রাসী হামলায় আহত সকল নেতাদের সদর জেনারেল হাসপাতালে চিকিৎসার খোঁজখবর নিতে যান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।