September 26, 2023, 5:41 am
এম এ আলিম রিপন ঃ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় পাবনার সুজানগর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে পৌর এলাকার উপজেলা পরিষদ চত্বরে মশা মারার ওষধ স্প্রে করার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। এ সময় উপজেলা কৃষি অফিসার রাফিউল ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,পৌরসভার কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন এডিস মশার আবাসস্থল হিসেবে পরিচিত পানি জমে থাকার পাত্রগুলো ও ফুলের টব পরিষ্কার রাখতে হবে। সামাজিকভাবে ছোট-বড় সকলে সচেতন হলেই ডেঙ্গুর মত মহামারী থেকে আমরা রক্ষা পেতে পারি। পৌরসভার এমন উদ্যোগকে সার্বজনীনভাবে সহযোগিতার আহবানও জানান তিনি।পৌর মেয়র রেজাউল করিম বলেন, যেহেতু সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, তাই আমরা মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি। এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় মেয়র ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বাড়ির উঠান,আঙ্গিনা, ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহবান জানান।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।