July 30, 2025, 8:11 pm
বানারীপাড়া(বরিশাল)বিশেষ প্রতিনিধি: সোমবার ১৭ জুলাই উপজেলা ভাইস চেয়ারম্যানের অফিস কক্ষে বেসরকারি সংস্থা রুপান্তরে উদ্যোগে অপরাজিতা নেটওয়ার্কের উপজেলা কমিটি গঠন ও
সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি সন্ধ্যা রানী সরকার। বক্তৃতা করেন নাজমিন জাহান পলি, মাহেনুর বেগম, তাসমিয়া সিদ্দিকী, কনিকা চন্দ, খুরশিদ জাহান, তাসলিমা বেগম প্রমূখ।
সভা শেষে উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের ১৫ সদস্যের কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি উপজেলা এনজিও সমন্বয় পরিশদের সাধারণ সম্পাদক এস মিজানুল ইসলাম। উপস্থিত ছিলেন রুপান্তরের জেলা কর্মসূচি সমন্বয়কারী নুর ই আজম হায়দারী এবং জেলা মাঠকর্মসৃচির সমন্বয়কারী মুনজিলা।#
এস মিজানুল ইসলাম
বানারীপাড়া, বরিশাল।