July 6, 2025, 5:01 am
মহিউদ্দীন চৌধুরী: পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৫ জুলাই (শনিবার) সম্পন্ন হয়েছে।
ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও বাবুল ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান। ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোহাম্মদ ইউনুচের উদ্বোধনী বক্তব্য পর আরো বক্তব্য রাখেন,
প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঋষি বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার উদ্দীন,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার উদ্দীন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, আবদুল মাবুদ মাইজভান্ডারি, বেলাল আলমদার, ইউপি সদস্য দিলীপ সরকার, আবু বক্কর, আবদুর রহিম মাষ্টার, শাহাবুদ্দিন আলমদার, রফিকুল ইসলাম, ছাত্রলীগ মোহাম্মদ আরমান, সালাউদ্দিন চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি নোমান তালুকদার।
বক্তারা বলেন, তৃণমুল আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ বিরোধী একটি চক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের থেকে সজাগ থাকতে হবে।