September 23, 2023, 5:15 pm
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: কাঙ্খিত চাঁদা না পেয়ে ঠিকাদার রাসেল (৩৮)কে ভাড়াটিয়া বাসায় ঢুকে নৃশংসভাবে কুপিয়েছে শামসুদ্দোহা তালুকদার(৪৮)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ৬ জুলাই রাত ১০টা ৩০ মিনিটের দিকে। এ ব্যপারে বানারীপাড়া থানায় ৭ জুলাই শুক্রবার বিকেলে অভিযোগ দায়ের করেছেন ঠিকাদারের ভাই মোঃ মেহেদী হাসান।
অভিযোগ এবং ঠিকাদার রাসেল জানান, তার ঠিকাদারি প্রতিষ্ঠান রাসেল ডটকমের বানারীপাড়ায় বেশ কয়েকটি কাজ চলমান। অভিযুক্ত সন্ত্রাসী শামসুদ্দোহা তালুকদার বেশ কয়েকদিন ধরে ঠিকাদার রাসেলের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করে আসছে।
এ বিষয় নিয়ে শামসুদ্দোহা হুমকি ও বিভিন্ন চাপ দিতে থাকলে নিরুপায় হয়ে চেকের মাধ্যমে ২০ হাজার টাকা দেয়। এরপর কয়েক দিন নিরব থাকায় চাঁদার বাকি ১ লাখ ৮০ হাজার টাকার জন্য পুনরায় তাগাদা দিতে থাকে। রাসেল আর কোন টাকা দেয়া সম্ভব না বলে জানায়। এরপর ঘটার দিন শুক্রবার দিনগত রাত সারে ১০ টা ৩০ মিনিটের দিকে ক্ষিপ্ত হয়ে শামসুদ্দোহা পৌরসভার ৫নং ওয়ার্ডের ব্যাংকার জাহাঙ্গীর হোসেনের রাসেলের ভাড়াটিয়া বাসায় ঢুকে রাসলকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে রাসেলের চোখের উপর কপালে মারাত্মক জখম হয়। বাসার অন্যরা তাকে উদ্ধার করে আহত অবস্থায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে তাৎক্ষণিক ভর্তি করান। রাসেলের অবস্থার অবনতি হলে শুক্রবার বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।
অফিসার ইনচার্জ এস এম মাসুদ আলম চৌধুরী জানান, এব্যপারে এস আই মামুনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।#
উল্লেখ্য রাসেল ঠিকাদার বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য ও আওয়ামী লীগ বিরোধীদলে থাকাকালীন অবস্থায় রাসেল অনেক হামলা মামলার শিকার হয়েছেন।