September 23, 2023, 5:09 pm
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় পানিতে ডুবে বৃদ্ধ অতুল দাশের (৮৫) মৃত্যু হয়েছে। তিনি পাইকগাছা পৌর বাজারের কাঁচা মাল নামানো শ্রমিক কাজ করতেন। সোমবার সকাল ১০ টায় সরল দিঘিতে তার লাশ পাওয়া গেছে।
মৃত্ অতুল দাশের ছেলে প্রভাত দাশ জানান, মঙ্গলবার সকাল ১০ টায় সরল দিঘিতে স্নান করতে যায় বাবা। পরে বাড়ি না ফেরায় আমরা খুঁজতে থাকি। পুকুর ঘাটে পিতার কাপড় চোপড় দেখতে পাই। এ সময় আমরা পুকুরে তল্লাশী চালিয়ে পানির নিচ থেকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনলে কর্ত্যবরত চিকিৎসক সাকিলা আফরোজ মৃত্যু ঘোষণা করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ডুবে মারা যাওয়া ব্যক্তির লাশ সুরত হাল শেষে পরিবারের কাছে দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।