September 26, 2023, 2:02 am
কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর থানা পুলিশ ৩জলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলাগাছি বাজারে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদক আইনের মামলা হয়েছে। যার মামলা নং-২।
আটককৃতরা হলেন সুফলাকাঠী ইউনিয়নের আড়ুয়া গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক গাজীর ছেলে রাজীব গাজী (৪৫) ও তার সহযোগী একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আজাহারুল ইসলাম (৪০)। তারা তিন জন মোটরসাইকেল যোগে কলাগাছি বাজারে পৌছালে পুলিশের এস আই গোরা চাঁদ ও এ এস আই তারিকুল চ্যালেঞ্জ করলে একজন পালিয়ে যায়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান বলেন থানায় মাদক আইনের মামলা হয়েছে। ৪জলাই আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।