September 23, 2023, 5:07 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : রাজশাহী সিটি করপেরেশনের নব নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, নির্বাচনী ইস্তেহারের মাধ্যমে অনেকগুলি কাজ করতে চেয়েছি। আমার প্রথম কাজ হলো কর্মসংস্থান সৃস্টি করা। রাজশাহীতে তেমন কোন কল কারখানা গড়ে ওঠেনি। সেই ক্ষেত্র তৈরী করে মানুষের কর্মক্ষেত্র তৈরী করতে চাই। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইটেক পার্ক, বিসিক অঞ্চল তৈরী করে দিয়েছেন।
আজ সোমবার (০৭ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আরো বলেন, রাজশাহী অঞ্চলে যে পরিমান কৃষিজাত পণ্য উৎপাদন হয় যেমন আলু, টমেটো, আম লিচু সহ মৎস সহ অনেক রকমের পন্য প্রক্রিয়াজাত করে দেশে বিদেশে রপ্তানি করা যায় সেটা আমি করবো। যে পরিমান কৃষিজাত পণ্য উৎপাদন হয় তাতে আমাদের ওখানে কাঁচামাল রয়েছে। এখন উদ্যোক্তাদের নিয়ে তাদের পুঁজি বিনিয়োগ করে কর্মক্ষেত্র তৈরী করতে চাই। এ কাজ করতে পারবো বলে আশা করছি। এক বছরে নয় পয্যায়ক্রমে ৫ বছরে ধাপে ধাপে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। তিনি অবশ্যই সহযোগীতা করবেন। তার সহযোগীতা ছাড়া এ কাজ সম্পন্ন করা সম্ভব নয়।
মেয়র আরো বলেন, রাজশাহীতে বৃস্টি বা জলোচ্ছাস বা ঘুর্নিঝড় নেই। তবে যেটি আছে সেটি মরুকরণের প্রক্রিয়া। তীব্র গরম ও তীব্র শীত। এটা আমি মোকাবেলা করতে চাই। প্রচুর পরিমানে গাছ লাগিয়ে দুটোই নিয়ন্ত্রনে আনার চেষ্ঠা করছি। পুকুর বা জলাশয় বন্ধ না করে এবং নতুন করে তৈরী করে সেখানেও একটি ভারসম্য তৈরী করতে চাই। এ চ্যালেঞ্জটি মানুষের দ্বারাই মোকাবেলা করা সম্ভব। আমরা সেটাই করছি।
এর আগে শপথ নিয়ে সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহী সিটি করপেরেশনের নব নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি শাহীন আকতার রেণী, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, সংরক্ষিত আসনের এমপি আদিবা আঞ্জুম মিতা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলীসহ রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #