September 23, 2023, 5:01 pm
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার অন্যতম কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে কেউ অস্বচ্ছল থাকবে না বলে মন্তব্য করেছেন তরুণ সমাজসেবক মামুনুর রশীদ রাশেল।
গতকাল বিকালে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে সমাজ কল্যান মন্ত্রানালয়ের অনুদানকৃত অসচ্ছল হতদরিদ্র পরিবারকে ৬০০০ টাকা করে ২৬ জনকে অর্থ সহায়তা প্রদান কালে তিনি একথা বলেন। মামুনুর রশীদ রাশেল বলেন, বাংলার দুখী মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যার ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষে অসচ্ছল হতদরিদ্রদের স্বাবলম্বী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাকসুদ আলমদার, রহমত উল্লাহ চৌধুরী, সৈয়দ নুর চৌধুরী, শামীম চৌধুরী, এডভোকেট আবদুল গনি আলমদার, রাশেদ আলমদার, শহীদ চৌধুরী, সৈয়দ আলমদার সহ আরো অনেকেই।