July 5, 2025, 8:01 pm
রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁ ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় বদলগাছি উপজেলার বালুভরা রাজেন্দ্র – ব্রজকিশোরী উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভা, গুণী জন সন্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নওগাঁ ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আলোচনা পর্বে নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এ কে এম ফজলে রাব্বী, সংগঠনের সহ-সভাপতি মোঃ হাশেম আলী, নওগাঁ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ হামিদুল হক, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, খুলনা’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হান্নানুল ইসলাম, তেঁতুলিয়া বিএমসি কলেজের অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান, আয়োজক কমিটির আহবায়ক সুলতানুল আলম মিলন ও সদস্য সচিব সেন্টু আনছারীসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ডাক্তার ফারহানা ফারুক তন্দ্রা এবং ইউএস বাংলা বিমানের ম্যনেজার আবুল কালাম আজাদ।
এ অনুষ্ঠানে জেলার ৯ জন গুণী ব্যাক্তিকে সন্মাননা প্রদান করা হয়। সন্মাননাপ্রাপ্ত ব্যাক্তিরা হলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. একেএম ফজলে রাব্বী, নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব বিদ্যালয়ের প্রথম উপাচার্য আবুল কালাম আজাদ, রাজশাহী বিশ্ব বিদ্যলয়ের রসায়ন বিভাগের শিক্ষক মোঃ তরিকুল হাসান, মুক্তিযোদ্ধা মোঃ হাশেম আলী, অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, অধ্যক্ষ প্রফেসর মোঃ হামিদুল হক, বীর মুক্তিযোদ্ধা এস এম জহুরুল ইসলাম ইদুল, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন এবং একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারী।
পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে এ্যাসোসিয়েশনের সদস্যরা ছাড়াও আমন্ত্রিত অতিথি শিল্পী কলা কুশলীরা সংগীত, নৃত্য এবং কবিতা আবৃত্তি করেন।#