September 23, 2023, 5:12 pm
নিজস্ব প্রতিনিধি:
পটিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা গতকাল বিকালে ছনহরায় ইদ্রিস মিয়ার বাসভবনে
পটিয়া উপজেলা ছাএদলের সাবেক সভাপতি এস এম সুমনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবয়ক কমিটির সিনিয়র সদস্য ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া। এ সময় বক্তব্য রাখেন পটিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু জাফর চৌধুরী, আবুল কাশেম চেয়ারম্যান, মীর মোহাম্মদ মদন,মোহাম্মদ রফিক,আব্দুল করিম মেম্বার, সেলিম মাষ্টার, মামুন সিকদার,নজরুল,আবু তাহের,ব্যাংকার মফিজুর রহমান, নুর মোহাম্মদ, ফরিদুল ইসলাম, জাহেদুল হক মেম্বার, নুরুল ইসলাম, মঈন উদ্দীন,নুর নবী, এম এ রুবেল,রাসেল,শাহাজাহান সহ পটিয়া উপজেলা বিএনপির নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবয়ক কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া বলেন, জাতির সামনে একটাই পথ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বাধ্য করতে হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে যেন আমরা প্রতিফলন ঘটাতে পারি। বিএনপি নেতাা চেয়ারম্যান ইদ্রিস মিয়া আরো
বলেন, ‘এরশাদ সরকারের হাত থেকে দেশ রক্ষা করেছিলেন খালেদা জিয়া। এবারও দেশ রক্ষায় খালেদা জিয়ার বিকল্প নাই। খালেদা জিয়া মুক্ত না হলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। এ জন্য সবাই কে আন্দোলনের জন্য প্রস্তুত থাকবে হবে।’