December 26, 2024, 5:54 pm
মোঃ আমজাদ হোসেন রতন
পিতা ছাড়া প্রথম ঈদ কাটাইবার তরে, মন যে আমার কেমন কেমন করে। দুঃখ কষ্ট চাপা দিয়ে অভিনয় করে, ভালো থাকার ভাব যে ধরি, তবুও বারবার মনে পড়ে। তাও তো ভালো মা রয়েছে ঘরে। মন যে আমার কেমন কেমন করে। ঈদ খুশিতে এই কামনা সবারই তরে, যাদের বলে এতিম তোরা মাতা পিতা হারা, ওই অভাগার পিতা-মাতা স্বর্গে যেন খাড়া। আমার মত এতিম যারা বটগাছ টি ছাড়া, দোয়া রইল সবার প্রতি আমার চাইতে বয়সে ছোট যারা। বয়সের প্রতি শ্রদ্ধা রেখে আজকের করলাম ইতি, ৫৫ তে পা রেখে পিতা বিহীন ঈদ। পিতার জন্য দোয়া চাইলাম, করবেন কি বঞ্চিত।