July 30, 2025, 9:55 pm
ঈদকে ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে ময়মনসিংহ। রেঞ্জ পুলিশের আগাম সতর্কবার্তা, ঈদুল আজহার নামাজে জমায়েতসহ নামা সমীকরণকে সামনে রেখে বিভাগীয় জেলার প্রধান নগরী ময়মনসিংহে শহরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ব্যাস্ততম নগরীর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল। ঈদকে ঘিরে নাগরিকদের নিরাপত্তায় জেলা পুলিশের নির্দেশনা মোতাবেক জিরো টলারেন্স নীতিতে কাজ করছে ওসি শাহ কামাল আকন্দ নেতৃত্বাধীন কোতোয়ালী মডেল থানার পুলিশ।
বৃহস্পতিবার সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদুল আজহাকে কেন্দ্র করে ময়মনসিংহের নিরাপত্তায় ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাসহ সব জায়গায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা বাইপাস,ব্রীজ মোড়, টাঙ্গাইল বাসষ্ট্যান্ড,টাউন হল,গাঙ্গিনার পাড়,আকুয়া বাইপাস,নতুন বাজারসহ ও বারিধারার সব গুরুত্বপুর্ণ সড়কে রয়েছে বাড়তি গোয়েন্দা নজরদারি।
পুলিশ বলছে, কোরবানির ঈদ ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য দাঙ্গা হামলার কোন আশঙ্কা নেই। তারপরও ইতোমধ্যে পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। এ কারণেই ময়মনসিংহ নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জেলা পুলিশ বলছে, প্রতিবছরের মতো এবারও ময়মনসিংহে ঈদের জামাতকে ঘিরে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ঈদের ছুটিতে আবাসিক ও বাণিজ্যিক এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে ময়মনসিংহের প্রতিটি এলাকায় মোবাইল পেট্রল, ফুট পেট্রল ও চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ। এসব চেকপোস্ট নিয়ন্ত্রণে দিঘারকান্দা এলাকায় স্থাপন করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম।
নিরাপত্তার বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন, ঈদে বাড়ি যাওয়ার ব্যাপারে নাগরিকদের যেন কোন ধরণের সমস্যা না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সাধ্যমত চেষ্টা করছি যেন ঘরমুখো মানুষের নিরাপত্তার কোন ত্রুটি না হয়। শহর থেকে গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছেন নাগরিকরা সুযোগে শহরের বাসাবাড়ি ফাঁকা পেয়ে চুরি-ডাকাতি যাতে বেড়ে না যায় তার জন্য নগর পুলিশের সবকটি ইউনিটকে প্রস্তুত থাকতে নির্দেশ প্রদান করা হয়েছে। এক্ষেত্রেও পোশাকে টহল পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন রেখে নগরের প্রতিটি এলাকায় নজরদারি বাড়ানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা বলেন, ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহ নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সকল বিষয় মাথায় রেখে পুলিশের সকল ইউনিটের সদস্য সবখানে কঠোর নজরদারি রাখছে।
তিনি বলেন, ঈদ-কেন্দ্রিক বিভিন্ন পশুর হাট এবং বাস, রেল ও খেয়া ঘাটে থাকছে পুলিশের বিশেষ নজরদারি। সেখানে কেউ যাতে অজ্ঞানপার্টি-মলমপার্টি বা ছিনতাইয়ের শিকার না হয়, সে জন্য পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি থাকছে।
এ বিষয়ে বিশেষ বিশেষ এলাকায় পুলিশের নিয়মিত টহল বাড়ানো হয়েছে। ছুটির সময় পুলিশের উপস্থিতি দৃশ্যমান থাকবে।তিনি বলেন, ‘বড় ধরনের নাশকতার সক্ষমতা জঙ্গিদের নেই। তারপরও আমরা সতর্ক আছি। নিরাপত্তা জোরদার করা হয়েছে।’