July 30, 2025, 6:07 pm
এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা) ঃ পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ ভাগাভাগি করে নিতে সুজানগর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এবং উপজেলা রাজস্ব প্রশাসনের সরকারী কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এসকল ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারী কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের মাঝে ঈদ উপহার তুলে দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন। এ সময় সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, এন এ কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল হাশেম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।