September 26, 2023, 1:04 am
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় বিনামূল্যে সাড়ে ৪ হাজার নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষে সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে দেশীয় জাতের নারিকেলের চারা বিতরণ করা হয়। রোববার উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিতরণ কর্মসূচির আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা শাহজান আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ^জিৎ দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডল্টন রায়, সরাজ উদ্দীন, এসএম মফিজুর রহমান, আবুল কালাম আজাদ, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, এনামুল হক, ইয়াছিন আলী খান ও আফজা।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।