September 30, 2023, 12:57 pm
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে রাত্রিকালীন নিরাপত্তা কাজে ডিউরত অবস্থায় কাঁচিঝুলি মোহনার মোড় এলাকায়
নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি দুর্ঘটনায় আহত দুই নং ফাঁড়ির এএসআই বিল্লাল, কনস্টেবল মতিউর ও কনস্টেবল নুরুল আমিন কে দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। এসময় তিনি তাদের চিকিৎসা পরিস্থিতির সার্বিক খোজ-খবর নেন এবং আহতদের শান্তনা দেন।
এর আগে গত ২৩শে জুন রাত ০৩.২০ ঘটিকায় রাত্রিকালীন ভ্রাম্যমাণ টহলে থাকাকালে তাদের ব্যবহৃত পাবলিক সিএনজি নিযন্ত্রণ হারিয়ে কাঁচিঝুলি মোহনার মোড় এলাকায় গিয়ে সিএনজি’র ড্রাইভার হঠাৎ তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে সংঘর্ষে পতিত হয় এবং এতে দায়িত্বরত সকলেই গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে থানা এলাকায় ডিউটিতে থাকা অপর মোবাইল-২ টীম ইনচার্জ এস আই জহিরুল ইসলাম তার আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসার ব্যবস্থা করেন।
আহতদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করলেও মাথায় ও মুখে আঘাতপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো: মতিউর রহমানের শারীরিক অবস্থা সশরীরে পর্যবেক্ষণ করার জন্য ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ শাহ-কামাল আকন্দ ২৪শে জুন সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে তাদের দেখতে গিয়ে চিকিৎসার খোজ-খবর নেন এবং শান্তনা দেন।