July 30, 2025, 10:34 pm
মোঃ জুনায়েদ খান সিয়াম
উজিরপুর(বরিশাল)
আলোচনা সভা, দোয়া মাহফিল ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে উজিরপুরে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন বেপারীর নেতৃত্বে উজিরপুর উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য এসএম জামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দীন এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল, কেককাটা, আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বহু নেতা-কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান
বাবু অপুর্ব কুমার বাইন রন্টু,উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি, বাবু অশোক হালদার, আওয়ামী লীগের প্রচার সম্পাদক উত্তম কুমার, পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস সাহা, সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র রিপন মোল্লা, সাংগঠনিক সম্পাদক লাবলু তালুকদার, শ্রমিক লীগ নেতা আনোয়ার খান ,মোঃ শিপন মোল্লা,উপজেলা যুবলীগ এর প্রচার সম্পাদক কাউন্সিলর বাবুল সিকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি বাবু অসীম কুমার ঘরামী, সহ উজিরপুর উপজেলা ইউনিয়ন ও পৌর শাখা আওয়ামীলীগ অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।