October 4, 2023, 12:13 am
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা।।
বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি ইয়াছিন (২৩) কে যৌথ অভিযানে চট্টগ্রামের আনোয়ারা থানা এলাকা থেকে বানারীপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ স্বজল খান, জাকির হোসেন, শরিফুল ইসলাম ও র্যাব ৭ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।
গত ১১ জুন সলিয়াবাকপুর ইউনিয়নের শাখারিয়া গ্রামের প্রবাসী শহিদের স্ত্রী রুবিনা আকতার ছবি(৩৮) এবং ইয়াসিনের সহায়তায় একই গ্রামের সোহাগ(২৩) ও মেহেদী(২৭) ঐ ছাত্রীকে জোড় পূর্বক একটি বসত ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ভিডিও ধারণ করে।
এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি এস এম মাসুদ আলম চৌধুরী জানান, আসামি ইয়াছিন কে আজ ২২ জুন বৃহস্পতিবার বরিশাল বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। অন্য আসামিদের র্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে । #