September 26, 2023, 3:00 am
এম এ আলিম রিপনঃ ভারতে প্রশিক্ষণ শেষে নিজ কর্মস্থলে রবিবার যোগদান করায় সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সুজানগর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তাকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.রাফিউল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।