September 30, 2023, 1:06 pm
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা।। সোমবার ১৯ জুন সকালে বরিশাল লঞ্চঘাট এলাকা থেকে দশম শ্রেনীর ছাত্রী ধর্ষণের মামলার পলাতক আসামী
সোহাগ(২৩)কে বরিশাল র্যাব ৮ গ্রেফতার করে বানারীপাড়া থানায় নিয়ে আসা হয়। ওই ছাত্রী বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
গত ১১ জুন সলিয়াবাকপুর ইউনিয়নের শাখারিয়া গ্রামের প্রবাসী শহিদের স্ত্রী রুবিনা আকতার ছবি (৩৮) এবং ইয়াসিনের সহায়তায় একই গ্রামের সোহাগ (২৩) ও মেহেদী (২৭) ঐ ছাত্রীকে জোড় পূর্বক একটি বসত ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ভিডিও ধারণ করে।
বানারীপাড়া থানার ওসি এস এম মাসুদ আলম চৌধুরী জানান, বাকি আসামিদের র্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতারের চেষ্টা চলছে। #