September 23, 2023, 5:17 pm
কে এম সোহেব জুয়েল :-বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তৎকালীন সময়ের বাবুগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস এম খলিলুর রহমান খলিল শরিফের ২৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠান আজ শনিবার বাদ জহর দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে বাবুগঞ্জ উপজেলা কৃষক লীগের নব- নির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন খোকনের সঞ্চালনায় বাবুগঞ্জের বীরশ্রেষ্ট জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুরমুল্লিক গ্রামের বাশীরুল উলুম হাফেজীয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।।
বাবুগঞ্জ উপজেলার কৃষক লীগের সদস্য ও জাহাঙ্গীর নগর ইউনিয়নের গ্রামবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলার কৃষক লীগের সভাপতি মো: মফিজুর রহমান পিন্টু শিকদার।
তিনি (পিন্টু) বলেন ১৯০৯৮ ইং সালের১৭ জুন আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে কতিপয় সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে নিহত হন খলিল। তারি ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় আজকে এই কর্ম সুচির আয়োজন করা হয়েছে। একই সাথে তার (খলিল) হত্যাকারীদের প্রতি নিন্দা জ্ঞাপন সহ তার বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করেন তিনি (পিন্টু)।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা কৃষক লীগের সহ -সভাপতি বীর মুক্তি যোদ্ধা আব্দুল হাকিম ভুইয়া,উপজেলা সাংগঠনিক সম্পাদক মো: জালাল উদ্দীন, উপজেলা অর্থ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গওহর আইয়ুব, জাহাঙ্গীর নগর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুর রব বেপারী মো : আবদুল্লাহ, মো: ডালু খান, মাছুম হাওলাদার প্রমুখ। মিলাদ ও দোয়া মোনাজাত শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন ও পরিশেষে কবর জিয়ারত ও রুহের মাগফিরাতের মধ্য দিয়ে কর্ম সুচির সমাপ্তি ঘোষনা করা হয়েছে।