July 30, 2025, 6:47 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
পোরশায় যুবলীগ নেতা ও হ-লুদ সাংবাদিক নাহিদ গ্রে-ফতার তানোরে ওসি আফজালের নে-তৃত্বে সফল অভি-যান- ১০ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার চো-র গ্রে -প্তার সলঙ্গায় সাংবাদিকের পিতার স্মর-ণে দো-য়া মাহফিল নলডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কুড়িগ্রামে জমি স্কুলের- বে-চে দিলেন প্রধান শিক্ষক বেলাল হোসেন মোংলায় বা-ঘ র-ক্ষায় সচে-তনতা সৃষ্টিতে বা-ঘ মহ-ড়া ও প্রীতি ফুটবল ম্যাচ ৪ লাখ টাকা চু-রি ২ বছর পর রহ-স্য উদঘাটন ও আসা-মী গ্রে-ফতার করলো পিবিআই মা-দক ব্যব-সায়ী শাহীন আলমের প্রায় ৭ কোটি টাকার সম্পদ ক্রো-ক করেছে সিআইডি পঞ্চগড়ে চিকিৎসক সেজে ওটি বয়ের অপারেশন: মালিক কা-রাগরে ময়মনসিংহ সদরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা বিশিষ্ট ব্যবসায়ী রোমান ভুঁইয়া’র পক্ষ থেকে ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তা

ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা বিশিষ্ট ব্যবসায়ী রোমান ভুঁইয়া’র পক্ষ থেকে ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তা

হেলাল শেখঃ ব্যবসায়ীসহ সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল আযহার ঈদ উপলক্ষে বিশেষ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ঢাকার ঢাকা জেলার পর পর ৬বার শ্রেষ্ঠ করদাতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ তানভীর আহমেদ রোমান ভুঁইয়া। পবিত্র ঈদুল আযহার (ঈদ) উপলক্ষে সকলেই যেন মিলেমিশে আনন্দ উপভোগ করেন এই প্রত্যাশা তাঁর।সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা, “ঈদ মোবারক” ঈদ মোবারক” ঈদ মোবারক”।
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশেষ শুভেচ্ছা বার্তা-আমাদের মতো সবার প্রিয় ভাই বন্ধুদের প্রতি আহ্বান যে, আপনারা যারা বিত্তবান, সামর্থবান, একাধিক পশু কুরবানি দিচ্ছেন, আপনাদের বাড়ির আশেপাশে কিংবা আপনাদের জানামতে একটু দূরে হলেও যাদের সামর্থ নেই পশু কুরবানি করার মতো কিন্তু তাদের ঘরে ছোট ছোট অবুঝ শিশু বাচ্চা আছে, তাদেরকে যেন আমাদের কুরবানির ঈদের দিন নিজেদের আত্মীয়-স্বজনের ভাগ থেকে কিছু গোস্ত অর্থাৎ মাংস তাদের বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তিনি আরো বলেন,ওই সমস্ত মধ্যবিত্ত লোকজন লজ্জায় বাসা থেকে অনেকেই বের হবে না, এমনিভাবে আমরা যারা স্থানীয় বাসিন্দা আছি, আমাদের পশু কুরবানি করছি, সবাই মিলে একজন দুজন, চারজন করে ঐ সমস্ত ফ্যামিলির মধ্যে কুবানির গোস্ত পৌঁছে দিলে আমার মনে হয় তেমন কেউ আর বাকি থাকবে না, ইচ্ছা থাকলে উপায় হবে ইনশাআল্লাহ। পরিশেষে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করেন মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া।
এই বিশিষ্ট ব্যবসায়ী রোমান ভুঁইয়া ব্যবসার ব্যাপারে বলেন, আমি ব্যবসায়ী হিসেবে সরকারকে কখনো করফাঁকি দেইনি, আমি সততার সাথে ব্যবসা করি, আমার ব্যবসার শুরু থেকে পর্যায়ক্রমে ব্যবসা যখন বড় হচ্ছে-সেই থেকে কখনো করফাঁকি দেওয়ার চিন্তা মাথায় ঢোকেনি, ব্যবসা শুরু করার পরের বছর থেকেই আমি নিজে আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। তিনি আরো বলেন, আমার ব্যবসা যতো এগিয়েছে, কর দেওয়া ততটাই বাড়িয়েছি। তানভীর আহমেদ রোমান ভুঁইয়া আরো বলেন, আমি ২০১৬ সালে প্রথমবার ঢাকা জেলার সেরা করদাতা হিসেবে সম্মাননা স্মারক পাই, এরপর ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালে আবারও ঢাকা জেলা সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়ে সম্মান অর্জন করেছি। আমি মনে করি আমাদের কাউকে কখনোই রাষ্ট্রের সঙ্গে বেঈমানি করা উচিৎ না। তেমনি বিত্তবান, সামর্থবান সম্মানিত ব্যক্তিগণ হাদিস কুরআনের নিয়ম মেনে যাকাত দেওয়া উচিৎ, কুরবানির পশুর মাংস গোস্ত সঠিক ভাবে বিতরণ করাসহ মানুষকে ভালোবাসা ও সম্মান করা দরকার। বিশেষ করে চিরসত্য বার্তা- সম্পদ খাবে লোকে, দেহ খাবে পৌঁকে। যারা দাপট দেখায়, অহংকার করে, সাবধান: একদিন সব ছেড়ে চলে যেতে হবে।
জানা গেছে, বিশেষ করে মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা জেলা শ্রেষ্ঠ করদাতা জনাব আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া একজন ভালো মানুষ, তিনি সবার সাথে হাসিমুখে কথা বলেন, তাঁর ভেতরে কোনো অহংকার নাই। এই মানুষটি অনেক কষ্টে সততার সাথে ব্যবসা করে এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছেন। (বন্ধন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাইয়ার নায়ফা ট্রেড বিডি ও গ্লোরী ডিস্ট্রিটিং কর্পোরেশনের স্বত্বাধিকারী) আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া। তিনি ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষকে পবিত্র ঈদুল আযহার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, “ঈদ মোবারক” ঈদ মোবারক” ঈদ মোবারক”।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD