September 30, 2023, 1:28 pm
এম এস সাগর,
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশনে দেখা গেছে।
জানা গেছে, দীর্ঘ ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক তারই ফলশ্রুতিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে এক কলেজছাত্রী। সোমবার (১২জুন) সকাল থেকে বড়ভিটা ইউনিয়নের নওদাবশ এলাকার প্রেমিক কার্তিক চন্দ্র শর্মার পুত্র (কুড়িগ্রাম সরকারী কলেজের অর্নাস তৃতীয় বর্ষের ছাত্র) বিষ্ণু চন্দ্র শর্মার বাড়িতে অবস্থান করছেন। প্রেমিকের বাড়ী থেকে শারীরিক নির্যাতন করে বের করে দেয়ার বারবার চেষ্টা চালাচ্ছেন প্রেমিক পরিবার। ঘটনাটি জানাজানি হলে অনশনরত প্রেমিকা কে দেখতে হাজারো মানুষের ঢল নামে ঐ প্রেমিকের বাড়ীতে। এ সুযোগে বাড়ী থেকে চম্পট দিয়েছেন প্রেমিক বিষ্ণু চন্দ্র শর্মা। ঘটনাটি ৯৯৯ মাধ্যমে জানতে পেরে ফুলবাড়ী থানার এস আই নাজমুল হোসেন ঘটনাস্থল আসলে পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রতিশ্রুতি দেয় প্রেমিকের পরিবার। ভুক্তভোগী ওই কলেজছাত্রী ফুলবাড়ী উপজেলা ও ইউনিয়নের নাগদহ গ্রামের মৃত্যু মনমোহন চন্দ্র রায় ও শ্রীমতি রেনুকা (সিন্দু) রাণীর তৃতীয় কন্যা।
স্থানীয়রা জানান, ঐ প্রেমিকা দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় বিয়ে দেয়ার দাবি জানান তারা।
ওই কলেজছাত্রী জানান, চার বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক বিষ্ণু চন্দ্র শর্মা তাকে একাধিকবার ধর্ষণ করেছে। সম্প্রতি বিষ্ণু চন্দ্র শর্মা কে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন সে। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। এখন সম্পর্ক অস্বীকার করছে প্রেমিক। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতি হবেন বলেও জানান ওই কলেজছাত্রী।
অনশনরত প্রেমিকার পরিবারের দাবি আমরা সম্প্রদায়ের মানুষ। আমাদের অল্পতে জাত চলে যায় তাই আমাদের মেয়েটির যেহেতু ক্ষতি করেছে তাই আমরা বিয়ের দাবি জানাচ্ছি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।